bone cancer treatment in bangalore

ডাঃ. দীপক জি শিবরাত্রি

সিনিয়র কনসালট্যান্ট
মাসকুলোস্কেলিটাল অনকোলজি

MBBS, MRCS (Ed), FRCS (Orth), CCST (UK)

যেসব ক্ষেত্রে আগ্রহীঃ

  • বোন এন্ড সফ্ট টিস্যু টিউমার
  • এন্ডোপ্রসথেটিক রিকনস্ট্রাকশন/মেগাপ্রসথেটিক রিপ্লেসমেন্টস
  • প্রিন্টেট কাস্টম মেড প্রস্থেসিস
  • লিম্ব সালভেজ সার্জারি
  • ম্যাটাস্ট্যাটিক বোন ডিজিজ
  • ক্লিনিক্যাল এন্ড ট্রানজিশনাল রিসার্চ

২০১৭ সালে ইন্ডিয়ার ফিরে আসার আগে ডাঃ দীপক রয়েল লিভারপুল এন্ড ব্রডগ্রীন ইউনিভার্সিটি হস্পিটালস NHS ট্রাস্ট-এর কনসালট্যান্ট অরথোপেডিক সার্জন ছিলেন।

যুক্তরাজ্যে তাঁর রয়েছে প্রায় ১৪ বছরের অভিজ্ঞতা এবং কাজ করেছেন প্রথম সারির বেশ কিছু সংস্থায়, যেমন দ্য রয়াল অরথোপেডিক হস্পিটাল, বার্মিংহাম ও এলডার হে চিল্ড্রেন’স হসপিটাল, লিভারপুল। তিনি মাসকুলো-স্কেলিট্যাল অনকোলজিতে সুপার-স্পেশালিস্ট ফেলোশিপ ট্রেনিং গ্রহণ করেছেন সম্মানজনক রয়াল ন্যাশনাল অরথোপেডিক হস্পিটাল, স্ট্যানমোর থেকে। তিনি রয়াল ইভারপুল এন্ড ব্রডগ্রীন ইউনিভার্সিটি থেকে এক্সপার্ট ট্রেনিং ইন কমপ্লেক্স এন্ড রিভিশন জয়েন্ট রিপ্লেসমেন্টও গ্রহণ করেছেন।

তিনি রয়াল লিভারপুল এন্ড ব্রডগ্রীন ইউনিভার্সিটি হস্পিটাল্‌স, লিভারপুলে রিজিওনাল রেফারেল সেন্টার ফর দ্য ম্যানেজমেন্ট অফ ম্যাটাস্ট্যাটিক বোন ডিজিজ প্রতিষ্ঠায় সক্রিয় ছিলেন

তাঁর প্রকাশনা রয়েছে পিয়ার-রিভিউড জার্নাল ও আন্তর্জাতিক প্রেজেন্টেশনগুলোতে প্রকাশনা রয়েছে। সম্মানজনক Jacques-Duparc award–সহ আন্তর্জাতিক সম্মেলনগুলোতে তিনি অনেকগুলো পুরষ্কার জিতেছেন তিনি ওয়ার্লড জার্নাল অব অর্থোপেডিক্স-এর সম্পাদনা পরিষদ-এ ছিলেন।

ব্রেস্ট ক্যান্সার জন্য বহু অসাধারণ দল